শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | Murshidaabad: 'ফরাক্কা-গঙ্গা জলবন্টন চুক্তি' বাতিলের দাবিতে মুর্শিদাবাদে আন্দোলনের প্রস্তুতি তৃণমূলের

Pallabi Ghosh | ২৪ জুন ২০২৪ ১৫ : ৫৩Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: কেন্দ্রের এনডিএ সরকার, পশ্চিমবঙ্গ সরকারকে অন্ধকারে রেখে একতরফাভাবে 'ফারাক্কা-গঙ্গা জলবন্টন চুক্তি' নবীকরণের জন্য 'যৌথ কারিগরি কমিটি' তৈরি করার সিদ্ধান্তের খবর প্রকাশ্যে আসার পর থেকে ক্ষোভে ফুঁসছেন ফারাক্কার বহু মানুষ। তৃণমূল শীর্ষ নেতৃত্বের অনুমোদন পেলে এই ইস্যুতে এবার ফারাক্কাতে বড়সড়ো আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে রাজ্যের শাসক দল, তৃণমূল কংগ্রেস।
ফারাক্কা ব্যারেজ সূত্রে জানা গেছে- গঙ্গার জলবন্টন দিয়ে ১৯৯৬ সালে ভারত-বাংলাদেশের মধ্যে একটি চুক্তি হয়। এই চুক্তির মেয়াদ রয়েছে আগামী বছর পর্যন্ত। এই চুক্তি অনুসারে শুখা মরশুমে দুই দেশ ফারাক্কা ব্যারেজের মাধ্যমে একটি নির্দিষ্ট পরিমাণ জল পেয়ে থাকে।
মুর্শিদাবাদের বহু বাসিন্দার অভিযোগ এই জলবন্টন চুক্তির ফলে বাংলাদেশ লাভবান হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে মুর্শিদাবাদের বিস্তীর্ণ অংশের সাধারণ মানুষ।
ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম বলেন, 'নতুন করে চুক্তির সময় পশ্চিমবঙ্গের কোনও প্রতিনিধিকে সেখানে ডাকা হয়নি। দুই দেশের মধ্যে বর্তমানে লাগু থাকা এই আন্তর্জাতিক জল চুক্তির ফলে আমরা দেখেছি শুখা মরশুমে মুর্শিদাবাদের বড় অংশ গঙ্গা নদীর জল পায় না। কিন্তু বর্ষাকালে ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ সমস্ত গেটগুলো খুলে দেওয়ার ফলে মুর্শিদাবাদের বিস্তীর্ণ অংশ জলে ভেসে যায়।"
তৃণমূল বিধায়ক অভিযোগ করেন, 'এই জল চুক্তি হওয়ার পর মালদা জেলার কালিয়াচক -বৈষ্ণবনগর থেকে শুরু করে মুর্শিদাবাদের ফারাক্কা -সামশেরগঞ্জ -সুতি পর্যন্ত বিস্তীর্ণ অংশের বহু জনপদ গঙ্গা নদীর ভাঙনের মুখে পড়েছে। বছর বছর বহু মানুষের বাড়ি ঘর, চাষের জমি, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান নদী গর্ভে চলে যাচ্ছে। অথচ সেই ভাঙন প্রতিরোধের বিষয়ে দেশের কেন্দ্র সরকার সম্পূর্ণ উদাসীন।'
তিনি আরও বলেন, 'মুর্শিদাবাদের গঙ্গা নদীর ভাঙন প্রতিরোধের জন্য আমরা বহুবার ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষকে নদীর দু'পার বাঁধানো এবং ড্রেজিং করে নদীর নাব্যতা বৃদ্ধির অনুরোধ করেছি। কিন্তু কেন্দ্র সরকার একদিকে যেমন ভাঙন প্রতিরোধের জন্য কোনও অর্থ বরাদ্দ করছে না, অন্যদিকে ব্যারেজ কর্তৃপক্ষ নদীর ড্রেজিংকরে তার নব্যতা বৃদ্ধির বিষয়ে উদাসীন। গঙ্গা নদীর ভাঙনে উদ্বাস্তু হয়ে যাওয়া মানুষেরা কোথায় থাকবে সেই বিষয়েও ব্যারেজ কর্তৃপক্ষ উদাসীন।'
মনিরুল বলেন, 'ব্যারেজ কর্তৃপক্ষের হাতে প্রচুর অব্যবহৃত জমি রয়েছে। আমরা বহুবার দাবি তুলেছি ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সেখানে পুনর্বাসন দেওয়ার জন্য। কিন্তু সেই অনুরোধে ব্যারেজ কর্তৃপক্ষ কর্ণপাত করেনি।'
তিনি জানান, 'কেন্দ্র সরকার না দিলেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উদ্যোগী হয়ে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ভাঙন প্রতিরোধের জন্য ইতিমধ্যে প্রায় ১৫০ কোটি টাকা বরাদ্দ করেছেন। পশ্চিমবঙ্গ সরকারের মতামত নিয়ে কেন্দ্র সরকার এই চুক্তি পুনর্নবীকরণের জন্য উদ্যোগী হলে তা সকলের পক্ষেই ভাল হত।'
তৃণমূল বিধায়ক জানান, 'আমি আগামীকালই কলকাতাতে যাচ্ছি। সেখানে রাজ্য নেতৃত্বের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা হবে। তারা যদি অনুমোদন দেন তাহলে এই জল চুক্তি বাতিলের দাবিতে আমরা ফারাক্কাতে বড়সড়ো আন্দোলনের প্রস্তুতি নেব।'




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

'কোত্থেকে পাশ করেছেন?' ইঞ্জিনিয়ারকে ধমক দিয়ে প্রশ্ন করলেন মন্ত্রী...

জাল নোট পাচারের জন্য মুর্শিদাবাদে আসা,কিন্তু পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে জানেন?...

লাউড স্পিকার বাজিয়ে বিশ্বকর্মা পুজোর জলসা, বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ...

পুকুরে মাছ চাষের রমরমায় কমছে পদ্ম-চাষ, পুজোর আগে ভরসা কেবল হিমঘর! ভাবনা বাড়ছে মালদায় ...

ডিভিসির ছাড়া জলে জলমগ্ন হুগলির একাংশ, কোমর জলে বাড়িঘর, নৌকো করে চলছে কাজ...

উল্টে গেল স্পিডবোট, ক্রমশই তলিয়ে যাচ্ছিলাম, নদী থেকে উঠে জানালেন সাংসদ...

বাতিল সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন

এবার কিন্তু নামগুলো মুখ্যমন্ত্রীকে জানাব, হুঁশিয়ারি জেলা সভাধিপতির...

সাত ব্লকের ৩৫ গ্রাম পঞ্চায়েত জলের তলায়, মুখ্যমন্ত্রী এলেন, প্রধানমন্ত্রী কোথায়? : বেচারাম মান্না...

মুর্শিদাবাদে বন্যা পরিস্থিতির অবনতি, বন্যার জলে ডুবে নিখোঁজ এক ...

টানা বর্ষণে বন্যা পরিস্থিতি, ত্রাণ শিবিরে যাওয়ার পথেই কি ডুবে গেল নাবালিকা? মর্মান্তিক পরিণতি...

নীলকন্ঠের দেখা মিলল চাঁদখালিতে

শুঁড় উঁচিয়ে আশীর্বাদ করল গজরাজ, বিশ্বকর্মা আরাধনার দিনেই  বিশেষ পুজো পেল কাবেরী, ফুলমতিরা...

প্রেমে প্রত্যাখান, চলন্ত বাসে কুপিয়ে খুন নাবালিকাকে...

সাহাগঞ্জের গণপ্রহারের ঘটনায় গ্রেপ্তার তিন



সোশ্যাল মিডিয়া



06 24